নিজস্ব প্রতিবেদকঃ
খুলনা-৪ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ গত রোববারে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন এবং সন্ধ্যায় মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন পত্র জমা দিয়ে তিনি খুলনা ৪ আসনের জনতার মাঝে ফিরে এসেছেন।মানুষের মাঝে ফিরে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে নৌকার প্রচারনা করছেন।
গতকাল রূপসায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কাজী মোঃ ইয়াহিয়ার জানাজা নামাজে অংশগ্রহণ করেন।এসময় তিনি শোকতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার শহীদ আঃ রাজ্জাক সরদারের স্ত্রীর জানাজায় অংশগ্রহণ করেন। জানাজার নামাজ শেষ তিনি নন্দনপুরের সকলশ্রেনীর মানুষের সাথে সাক্ষাৎ করেন।
বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে নৌকায় মার্কা ভোট চান। নগর যুবলীগের সভাপতি পলাশ দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের পাশে রয়েছেন। আপদে-বিপদে তিনি সবার আগে ছুটে যান এবং তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করেন।
উল্লেখ্য তিনি করোনাকালীন সময়ে এ অঞ্চলের মানুষের পাশে তার অবদান অনস্বীকার্য ।রূপসা-তেরখাদা-দিঘলিয়ার মানুষের সাথে তার আত্মার সর্ম্পক রয়েছে।
0 মন্তব্যসমূহ