Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সাংবাদিকতা ও আমি




ছোটবেলা থেকে লেখালেখির প্রতি ঝোঁক ছিল।ক্লাস সিক্স থেকে কবিতা লেখা শুরু করি।পৃষ্ঠা ভরে লিখতাম,আর পাঠক ছিল ক্লাসের বন্ধুরা।এভাবেই চলতে থাকে লেখালেখি।

২০১৩ সালে দোলখোলা রোডে থাকা শুরু করি।বাসার সামনে স্বনামধন্য পত্রিকা অফিস ছিল।পত্রিকা অফিসের পাশে বসে চা খেতাম আর অফিসের স্টাফদের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতাম।এভাবে একসময় সখতা গড়ে ওঠে।তারপর কিশোর মনে অনেক প্রশ্ন জাগে।তাদের জিজ্ঞেস করতাম,সাংবাদিক হতে হলে কি যোগ্যতা লাগে?কিভাবে নিউজ করে?

বয়স তখন কম হওয়ায় তারা সুযোগ দেয়নি।লেখাপড়া শেষ করে রুমে বসে খবরের কাগজের মত সাদা পৃষ্ঠায় নিউজ লেখার চেষ্টা করতাম।সকাল হলে সেগুলো দোলখোলা মোড়ের কম্পোজের দোকানে নিয়ে যেতাম। সেখান থেকে কম্পোজ করে কাগজগুলো জমিয়ে রাখতাম।গ্রামের সাম্প্রতিক ঘটনাগুলো তুলে ধরতাম।যখন শহর থেকে গ্রামে ফিরতাম।সেই কম্পোজ করা পৃষ্ঠাগুলি আঠা দিয়ে দেয়ালে দেয়ালে টানিয়ে দিতাম।

পত্রিকার নাম লিখেছিলাম "পাক্ষিক আলাইপুর "। এভাবে কয়েকটা কপি কম্পোজ করি।পরবর্তীতে মাধ্যমিক পরীক্ষার কারনে ব্যস্ত হওয়ার কারনে সেভাবে আর প্রকাশ করা হয়না।

এভাবে অনেকগুলো দিন কেটে যায় কিন্তু সাংবাদিকতার স্বপ্ন পিছু ছাড়েনি।২০১৯ এ এক সিনিয়র সাংবাদিকের আলাপ হয়,তার কাছে সিভি জমা দিই।কিছু উপহার সামগ্রী ও দিয়েছিলাম কিন্তু নগদ হাজার টাকা না দেয়ায় কাজের সুযোগ দেয়নি।

২০১৮ এ সাপ্তাহিক রূপসাঞ্চল নামে একটি ফেসবুক পেজ খুলি,মাঝেমধ্যে টুকটাক লেখালেখি করতে থাকি। ২০২০ সালে করোনাকালীন ঘরে শুয়ে বসে সময় কাটাচ্ছিলাম।তখন মনে হলো অনলাইন বেজড সাংবাদিকতা করা যেতে পারে।তারপর বিভিন্ন অনলাইন পোর্টাল অফিসে যাতায়াত শুরু করি।তাদের থেকে বিভিন্ন ধরনের আইডিয়া সংগ্রহ করতে থাকি।০৯ই সেপ্টেম্বর ২০২০ এ সাপ্তাহিক রূপসাঞ্চল পেজের নামানুসারে ডোমেইন আর হোস্ট কিনে ওয়েবসাইট তৈরি করি।তারপর শুরু হয় এক কঠোর সংগ্রাম। প্রতিদিন সংবাদদাতা খুঁজতে থাকি।এমন একটা সময় এসে দাঁড়ায় প্রতিনিধি ভরপুর হয়ে যায়।

এরপর ভারতের কলকাতায় প্রতিনিধি নিয়োগ শুরু হয়।তুমুল আকারে সাড়া পাই।তখন রূপসাঞ্চল দুবাংলার জনপ্রিয় অনলাইন দৈনিক হয়ে ওঠে।এভাবে আমাদের যাত্রা চলমান থাকে।

সবসময়ই রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার কারনে আমাদের আর্থিক সংকট দেখা দেয়।আয়ের কোনো উৎস ছিল না।প্রতিনিয়ত নিজের পকেট থেকে টাকা দিয়ে চালাতাম।

আর্থিক সংকটের কারনে ২০২২ সালের মধ্যবতী সময়ে এসে পোর্টাল বন্ধ করে দিতে হয়। ৬মাস বন্ধ থাকার পর এক পরম শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় রূপসাঞ্চলের যাত্রা পুনরায় শুরু হয়।

সফলতার সাথে ৩ টা বছর অতিক্রম করে এসেছি,কখনো অর্থের কাছে নিজেদের বিক্রি করে দিইনি।অনেক চড়াই উতরাই করে আজকের দৈনিক রূপসাঞ্চল।

আপনাদের মূল্যবান সাক্ষাৎকার/বিজ্ঞাপন দিয়ে আমাদের সত্য প্রকাশের সহযোগী হোন।
দীর্ঘ ৩ বছরে আমাদের কোনো আয়ের উৎস নাই,আপনাদের বিজ্ঞাপনই আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big