Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির ২৭ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন



নিজস্ব প্রতিবেদকঃ

সাতক্ষীরা সরকারি কলেজ উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তরুণ লেখক তারিক ইসলাম ও সমমনা একদল তারুণ্যের হাত ধরে গঠিত হয়েছে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি।সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি এর সাংগাঠনিক কার্যক্র‍ম কে গতিশীল করার জন্য গঠিত হয়েছে ২৭ সদস্য বিশিষ্ঠ

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি পরিচালনা পর্ষদ।

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি পরিচালনা পর্ষদ এর সভাপতি তারিক ইসলাম,সহ সভাপতি ফয়জুর রহমান,সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম ও সংগাঠনিক সম্পাদক ফিরোজ হুসাইন।

নব গঠিত এ কমিটির অন্যান্যরা হলেন,

দপ্তর সম্পাদক আকদাস হুসাইন,প্রচার সম্পাদক আবু রায়হান,তথ্য ও প্রযুক্তি সম্পাদক আল আমিন রেশাত শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক শেখ মুস্তাহিদ আহমেদ শোয়েব,নারী ও শিশু বিষয়ক সম্পাদক মুমতাহিনা মাহবুবা,স্বাস্থ সম্পাদক মহিবুল্লাহ হাসান রাজ,দক্ষতা ও জনশক্তি সম্পাদক ইয়াছিন আরাফাত,কৃষি ও সামাজিক বনায়ন সম্পাদক রিপন সরকার,পরিবেশ জলবায়ু ও ভূপ্রকৃতি সম্পাদক পৃথা মন্ডল,সমাজকল্যান সম্পাদক শাম্মী আকতার,ত্রাণ ও দূর্যোগ সম্পাদক সজীব সরকার,পরিবেশবান্ধব জ্বালানী সম্পাদক সাব্বির হোসেন।

কার্যনির্বাহি সদস্য,তাসনিম তাবাচ্ছুম,পূজা ঘোষ,তাসিন আল আবিদ,মাসুদ রানা,নাজমুস সাকিব,শেখ মেজবাহ উদ্দীন,ফাতিমা বিনতে হাফিজুর,সুমাইয়া ফেরদৌসী,নাজমিন নাহার আশা,সৈওদা সাদিয়া,পূজা মিস্ত্র‍ী।

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির প্র‍তিষ্ঠাতা পরিচালক ও সভাপতি তারিক ইসলাম বলেন, সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির উদ্দেশ্য হল "উদ্ভিদ বিজ্ঞানের প্রতি সাধারণ মানুষের আগ্রহ সৃষ্টি করা। উদ্ভিদ বিজ্ঞানের সকল পর্যায়ের তথ্য সংগ্রহ ও প্রচার করা।

ফিল্ডট্রিপ কর্মসূচি বাস্তবায়নের আওতায় সমতলভূমি, জলাভূমি ও বণাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে উদ্ভিদ নমুনা ও তথ্য সংগ্রহ করা।

জীববৈচিত্র সংরক্ষণে তাগিদে  বর্তমান ও ভবিষ্যতে দেশের উদ্ভিদ প্রজাতির টেকসই অস্তিত্ব রক্ষার পরিবেশ সৃষ্টিকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big