নিজস্ব প্রতিবেদক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা এর উপপরিচলক মোঃ মিজানুর রহমান এর সার্বিক তত্তাবধানে পরিদশর্ক মোঃ বদরুল হাসান এর নেতৃত্বে বিভাগীয় স্টাফ সহ রুপসা থানাধীন খানজাহান আলী (রুপসা) সেতু টোল প্লাজায় টুঙ্গীপাড়া এক্সপ্রেস পরিবহনের যাত্রী নড়াইল লোহাগাড়া ধানাইর গ্রামের গোলাম মোস্তফার পুত্র আসামি বিএম এরশাদ হোসেন (৩৮), এর দেহ তল্লাশী করে একটি শপিং ব্যাগের মধ্যে সাদা পলিথিনের মোড়ানো ১০,০০০ পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামিকে আটক করা হয় এবং এ বিষয়ে পরিদর্শক বদরুল হাসান কর্তৃক বাদী হয়ে উক্ত আসামী এরশাদ হোসেন এর বিরুদ্ধে রুপসা থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
0 মন্তব্যসমূহ