Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-পলাশ



রূপসা প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী খুলনা মহানগর যুবলীগের সভাপতি ও সাবেক ছাত্র নেতা সফিকুর রহমান পলাশ ২১ সেপ্টেম্বর দিনভর রূপসা উপজেলার বিভিন্ন এলাকায় শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে গণসংযোগ করেন। তিনি বিকেল ৫টায় উপজেলার চর রূপসাস্থ শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমীন সড়কের সিগমা সী ফুডস এর সামনে দলের তৃনমূল নেতাকর্মীসহ সর্বসাধারণের সাথে মত বিনিময় করেন। স্থানীয় এলাকাবাসী এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিশিষ্ট সমাজসেবক ও সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ নাসির উদ্দীন শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সফিকুর রহমান পলাশ বলেন তৃণমূলের নেতাকর্মীরা হলো দলের প্রাণ। রাস্ট্রনায়ক শেখ হাসিনা সরকারের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে আবারো আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। আর এজন্য দলের তৃণমূলের নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দীন,উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান,আওয়ামীলীগ নেতা আলমগীর মল্লিক, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরদার কামরুল ইসলাম, সৈয়দ নাসির হোসেন সজল, এস এম আবু তাহের, মাহাবুব-উল আলম, মোল্লা কামরুল ইসলাম, রূপসা চিংড়ি বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু আহাদ হাফিজ বাবু, সাইদুর রহমান সগির, বাসুদেব রায় চৌধুরী, আশিক আহসান লিখন, পিন্টু মল্লিক, জিয়াউল আহসান লিপন, আলামনি শেখ, শাহরিয়ার হোসেন, সোহেল শেখ, শহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা আছাদুজ্জামান বাবু, জহির আব্বাস, শ্রমিকলীগ নেতা হায়দার আলী জানি খান প্রমূখ।
এর আগে তিনি সকাল ১০টায় উপজেলার টিএসবি ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের পিতা শহিদুল ইসলাম ও আসর বাদ নৈহাটী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হায়দার আলীর মায়ের নামাজে জানাযা নামাজে অংশ গ্রহণ করেন। এছাড়া দুপুর ১টায় মৃত উপজেলা জাতীয় পার্র্টির যুগ্ম আহবায়ক মুজাহিদুল ইসলাম ও বিকেল ৪টায় যুগিহাটী শোলপুর গ্রামের মৃত মোস্তফা গাজীর বাড়িতে যান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। অপরদিকে বেলা ১২টায় উপজেলা সদরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে গণ সংযোগ ও দলের স্থানীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big