গোলাম রব্বানী
স্টাফ রিপোর্টার।
এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এ সি ডি) এর আয়োজনে ডাচ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, নেদারল্যান্ডস এবং ফ্রি অ্যা গার্ল এর সহযোগিতায় ডাউন টু জিরো অ্যালায়েন্স বাংলাদেশ (স্টেপিং আপ না সেশন অ্যাগেইনস্ট চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়নটেশন) প্রকল্পের আওতায় শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দ সাথে শিশু সুরক্ষা বিষয়ক সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদ হলরুমে হামিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশিকুজ্জামান হীরকের সভাপতিত্বে ও এসিডি প্রজেক্ট কো-অর্ডিনেটর এস এম আহসানউল্লাহ সরকার এর সঞ্চালন এ সভা অনুষ্ঠিত হয়।
আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য রসুল শেখ, রাজু বিশ্বাস, মোঃ জনি শেখ ও মহিলা ইউপি সদস্য রূপালী বেগম সহ ধর্মীয় ও নেতা স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ।
সভায় শিশু অধিকার, শিশু সুরক্ষা, শিশু নির্যাতন প্রতিরোধে শিশু আইনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে ধারনা দেওয়া হয়। তাদের প্রাত্যহিক জীবনে নারী ও শিশুদের পরিবহন ক্ষেত্রকে ব্যবহার করে সকল কার্যক্রম সম্পাদনের সময় তাদের নানা ধরনের যৌন শোষন, শারিরীক ও মানসিক সহিংসতার শিকার হতে হয় তা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।
এসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট(এ সি ডি)র প্রজেক্ট কো-অর্ডিনেট এস এম আহসানউল্লাহ সরকার বর্তমান প্রেক্ষাপটে নারী ও শিশু যৌন শোষন, শারীরিক ও মানসিক সহিংসতার বিবরণ তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরেন ও প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অংশগ্রহনকারীদের অবগত করেন।
0 মন্তব্যসমূহ