সনতচক্রবর্ত্তী: ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সাবেক পিপি ময়না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট খসরুজ্জামান দুলুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান হয়েছে।
রবিবার(২৮.৮.২৩) বিকেলে আলিপুরের হাসিবুল হাসান লাভলু সড়কের আওয়ামীলীগ অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে মরহুম ইমাম উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মোশাররফ হোসেন, বেগম সালেহা মোশাররফ, লোকমান হোসেন মৃধা রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত স্মরণ সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জি, মরহুম খসরুজ্জামান দুলুর ছেলে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীব, মরহুম লোকমান হোসেন মৃধার ছেলে ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নওফেল নাবিদ তামান। এ সময় জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভা পরিচালনা করেন করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার।
সভায় বক্তারা বলেন, আমরা যে সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দকে স্মরণ করছি তাদের অবদান অপরিসীম।
তারা দুঃসময়ে দলের জন্য জন্য অনেক অবদান রেখেছেন। বক্তারা তাদের জীবন ও আদর্শ অনুসরণ করতে ফরিদপুর জেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
পরে দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শহীদুল্লাহ।
0 মন্তব্যসমূহ