জিএম তারেক সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল)এসএম জামিল আহমেদ সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকউদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ২০/০৭/২০২২ তারিখ, এএসআই(নিঃ) শামীম হোসেন, এএসআই (নিঃ) মোঃ জাহিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন ১ নং কুলিয়া ইউপি এর অর্ন্তগত কুলিয়া ইউনিয়ন পরিষদ থেকে কোমরপুর গামী জাহিদ ব্রিকস্ এর সামনে পাঁকা রাস্তার উপর হইতে ৪০ (চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ঢাকা জেলা মোহাম্মদপুর থানার গ্রাম- তাজমহল রোড, জান ভিলা (৬ষ্ঠ তলা) হোল্ডিং নং-১০/২৬ ব্লক-সি, মোহাম্মাদপুর (তাজমহল রোড)ফজলে রাব্বী@ দাউদ রাব্বী @ বিকে রাব্বী(২৪), পিতা-মৃত রহমত উল্লাহ মৃত রহমত উল্লাহ ছেলে ফজলে রাব্বী@ দাউদ রাব্বী @ বিকে রাব্বী(২৪) গ্রেফতার করেন। এ সংক্রান্তে দেবহাটা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়। আসামীকে ইং- ২১/০৭/২২ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
0 মন্তব্যসমূহ