Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ঝিনাইদহে ২৫৭ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর স্বপ্নের নীড় বাস্তবায়ন




এস এম রবিউল ইসলাম  ঝিনাইদহ প্রতিনিধি  :
আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার- শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে নির্মিত হচ্ছে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ‘স্বপ্নের নীড়’। ২১ জুলাই ২০২২ ইং তৃতীয় পর্যায়ে (দ্বিতীয় ধাপে) জেলার ৬টি উপজেলার ২৫৭ টি উপকার ভোগী পরিবারের কাছে ঘরের চাবী তুলে দেয়া হবে। এতে ৫ একর ১৪ শতক খাস জমি বন্দোবস্ত দেয়া হয়েছে, যার বাজার মূল্য ২ কোটি টাকা। প্রতিটি  পাকা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ ৫৯ হাজার ৫শত টাকা। 
গতকাল সকালে ঝিনাইদহ জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলাম। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ঝিনাইদহ পৌর প্রশাসক ইয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং জেলায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিক বৃন্দ। প্রেস ব্রিফিং এ লিখিত বক্তব্যে বলা হয়। সারা দেশে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান মন্ত্রী ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। এ সময় তিনি জেলার হরিণাকুন্ডু উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করবেন। বক্তব্যে বলা হয় জেলার ৬টি উপজেলা এই ভিডিও কনফারেন্সিং এ যুক্ত থাকবে। সকাল ৯টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে সংসদ সদস্য,উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসার, সরকারী কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক এবং উপকার ভোগীরা উপস্থিত থাকবেন।
 বেদে সম্প্রদায়ের ৫৯টি পরিবারের জন্য আনন্দের দিন
ঝিনাইদহের কালীগঞ্জে বেদে সম্প্রদায়ের ভূমিহীণ ও গৃহহীন ৫৯টি পরিবারের জন্য তৈরি করা হয়েছে পাকা ঘর। সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে বাওড়ের কোল ঘেষে বাংলাদেশে  প্রথম এত বেশি বেদে পরিবারের এক স্থানে পাকা ঘরে বসবাস হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রæতি অনুযায়ী একটি পরিবারও গৃহহীন থাকবেন না এই প্রতিশ্রতি বাস্তবায়নের জন্য আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন গৃহহীন ও ভূমিহীন বেদে সম্প্রদায়ের জন্য তৈরি করা হয়েছে, এই  বাসস্থান। বেদে সম্প্রদায়ের সদস্যরা পাকা ঘরে নতুন জীবনের স্বপ্নে বিভোর। পাকা এই বেদে পল্লীতে  শিশুদের বিনোদনের জন্য তৈরি করা হয়েছে   শিশুদের লেখাপড়ার, বিনোদনসহ বিভিন্ন সুযোগ সুবিধা রাখা হয়েছে এই বেদে পল্লীতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big