শান্তা স্যানাল,চিতলমারী উপজেলা প্রতিনিধি
চিতলমারী থেকে কালীগঞ্জ পর্যন্ত রাস্তার বেহাল দশা ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা।
বাগেরহাটের চিতলমারী উপজেলার চিতলমারী বটতলা থেকে কালীগঞ্জ যাতায়াতের একমাত্র রাস্তাটি এখন যেন একটি মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে। যেকোন সময় ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা।
খাসেরহাট এবং কালীগঞ্জ বাজার কাঁচামালের সবচেয়ে বড় বাজার। এখানে তিনটি মুল অর্থকরী ফসল ধান, শসা, টমেটো এবং কুমরো ও বরবটির বিরাট চাষ হয়ে থাকে এই অঞ্চলে। আর এই সিজন গুলোতে বিভিন্ন অঞ্চলের ব্যাপারীদের আগমনে সরগরম হয়ে ওঠে এই প্রান্তিক অঞ্চল। কৃষকের কাছ থেকে ব্যাপারীরা ঐসব কাঁচামাল কিনে বড় ট্রাকে লোড করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে থাকে।
কয়েকদিন পর থেকে শুরু হবে টমেটোর সিজন। কিন্তু রাস্তার খারাপ অবস্থার কারণে এইবার ব্যাপারীরা বড়ই দুশ্চিন্তায় আছেন। কারন বড় বড় ট্রাক লোড হয়ে এই রাস্তা দিয়ে যাবার সময় ঘটে যেতে পারে বড় কোন দূর্ঘটনা।
ব্যাপারী রুস্তম আলী জানান এবার তারা বড় দুশ্চিন্তায় আছেন। যদি একটা লোড ট্রাক এই মারাত্মক ভাঙ্গা রাস্তায় যদি উল্টে যায় তাহলে যে পরিমাণ টাকার ক্ষতি হবে, কে দেবে সেই ক্ষতিপূরন?
নিকারী পাড়ার কৃষক আজিজুল শেখ জানান তিনি প্রতিবছর টমেটো বিক্রি করে লক্ষাধিক টাকা আয় করেন। কিন্তু এবার ভাঙ্গা রাস্তার কারনে অনেক ব্যাপারী নাও আসতে পারেন। আর তাই যদি হয় তাহলে কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন।
তাই এলাকার কৃষক ও সাধারণ মানুষ কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ আশা করছেন যাতে টমেটো ওঠার আগেই রাস্তাটা চলাচলের উপযোগী করা যায়।
নিউজ বাইঃ শান্তা সান্যাল।
0 মন্তব্যসমূহ