মোঃ আসলাম হাওলাদার উপজেলা প্রতিনিধি, মোড়েলগঞ্জ,বাগেরহাটঃ
বাগেরহাটের মোড়েলগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশু সাবিনা আক্তার(৭) এর লাশ টানা ২৭ ঘন্টা পরে ভাষমান অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল শিশুটির মরদেহ ফেরীঘাট এলাকা থেকে উদ্ধার করে।
বারইখালী গ্রামের শাহ জালাল শেখের মেয়ে সাবিনা গতকাল সোমবার দুপুর আড়াই টায় ফুফুর সাথে নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে ডুবে যায়। খবর পেয়ে খুলনা ও মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে অনুসন্ধান কাজ শুরু করে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস মোড়েলগঞ্জ ষ্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ বলেন, প্রায় ২৭ ঘন্টা পরে ঘটনাস্থলের আধা কিলোমিটার দূরে পানগুছি নদী থেকে ভাষমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে। এবং তার স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছে।
0 মন্তব্যসমূহ