শম্পা ধর বরিশাল প্রতিনিধিঃ
আজ থেকে শুরু হয়েছে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশে সারাদেশে ৫এপ্রিল থেকে ১১এপ্রিল পর্যন্ত ৭দিনের লকডাউন।তবে লকডাউনের প্রথমদিন বেশ ঢিলেঢালা ভাবেই কেটেছে। গতবারের লকডাউনের মত কেউ তেমন মানছে না এবারের লকডাউন।দূর পাল্লার যানবাহন না চললেও অন্যান্য ছোট যান অর্থাৎ, রিক্সা, অটোরিকশা, সিএনজি এর চলাচল ছিলো স্বাভাবিক। বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকলেও ফুটপাতের দোকানে ভীর ছিলো চোখে পড়ার মত।স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই ছিলো না।কয়েকজন ভুক্তভোগীদের সাথে কথা বললে তারা জানান,নিতান্ত জীবিকা নির্বাহের তাগিদেই তারা ঘর থেকে বাইরে আসতে বাধ্য হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে যতজন মারা যাবেন তার থেকে বেশি মারা যাবেন না খেতে পেয়ে।
আবার কেউ কেউ লকডাউনের পক্ষে বলছেন এই লকডাউন আরও আগে দেয়া উচিত ছিলো।
অন্যদিকে নগরীর রাস্তার মোড়ে মোড়ে ছিলো আইন-শৃঙ্খলা বাহিনীর দল।তারা জনগনকে সচেতন করাসহ ঘরের বাইরে বের হতে নিরুৎসাহিত করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃশাহাবুদ্দিন খান জানান,নগরীর অভ্যন্তরীণ ও দূরপাল্লা যান চলাচল বন্ধ আছে,তবে অভ্যন্তরীণ ছোট গনপরিবহন গুলোতে যেন স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানা হয় সেদিক নজর রাখা হচ্ছে এবং লকডাউনে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
0 মন্তব্যসমূহ