এসএম রবিউল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে করোনা আক্রান্তে মোছাঃ রহিমা খাতুন (৫৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ঝিনাইদাহ জেলার কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের গোলাম কিবরিয়ার স্ত্রী ছিলেন তিনি ।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান জানান, রহিমা খাতুন বাড়িতে অসুস্থ্য হওয়ার পর প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে,সেখানে করোনা রিপোর্ট টেষ্ট করা হলে পজেটিভ আসে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে ইসলামিক ফাউন্ডেশন গঠিত (ইফা) কমিটি তার নিজ বাসভবনে জানাযা শেষে করে পারিবারিক কবরস্থানে লাশ দাফন সম্পন্ন করেন। এ নিয়ে মোট ৬৭ জন করোনা আক্রান্ত ও উপসর্গ লাশ দাফন করলো ইফা গঠিত কমিটি।
0 মন্তব্যসমূহ