মোঃ আসলাম হাওলাদার উপজেলা প্রতিনিধি, মোরেলগঞ্জ, বাগেরহাটঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কে
ইজিবাইক ও ইমা পরিবহনের মুখমুখি সংঘর্ষে ঘটনা ঘটে। এ ঘটনায় রুস্তম আলী শিকদার (৬৫) নিহত হয়। এবং তার স্ত্রী ফিরোজা বেগম (৬০) ইজিবাইক চালক রানা শেখ (৩০) গুরুতর আহত হয়েছেন।
১লা এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাগেরহাট মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের
দৈবজ্ঞহাটি এলাকায় দুর্ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা বলেন নিহত রুস্তুম শিকদারের বাড়ি উপজেলার চিংড়াখালী ইউনিয়নের নারিকেল বাড়িয়া গ্রামে। আজ সকালে তিনি বাগেরহাট থেকে স্ত্রীকে সাথে নিয়ে ইজিবাইকে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় মোরেলগঞ্জ থেকে যশোর গামী ইমা পরিবহনের সাথে সংঘর্ষ ঘটনা ঘটে।
নিহত রুস্তুম আলী শিকদারের স্ত্রী ফিরোজা বেগম ও ইজিবাইক চালক রানাকে মুমূর্ষ অবস্থায় খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সময় ইজিবাইকটি বাগেরহাট থেকে মোরেলগঞ্জে এবং ইমা পরিবহনটি মোরেলগঞ্জ থেকে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিল।
মোরেলগঞ্জ থানার অফিসার
ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, নিহত রুস্তুম শিকদারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।
0 মন্তব্যসমূহ