সাংবাদিকতা এক মহান পেশা। সমাজের অন্যায়,অবিচার সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে লেখনী,বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা একজন সাংবাদিকের কাজ।কিন্তু দিন পরিবর্তনের সাথে সাথে সাংবাদিকতার পেশায় ও ঢুকেছে অপ-সাংবাদিকতা কিংবা হলুদ সাংবাদিকতা।অনেক কার্ডধারী সাংবাদিকদের দেখা যাই, শিক্ষাগত যোগ্যতা নাই,রিপোর্ট তৈরি করতে অযোগ্য। এসব হলুদদের কাজ হলো ১০০/১৫০ বিনিময়ে রাজনৈতিক নেতাদের চাটুকারিতা, দালালী করা। অনেক সময় ডিজিটাল মিডিয়ার সুবিধার্থে এসব হলুদদের চাঁদাবাজি করতেও দেখা যাই।জাতির উদ্দেশ্যে একটা প্রশ্ন রেখে যেতে চাই''সাংবাদিক নাকি দালাল?এসব হলুদদের কারনে প্রকৃত সাংবাদিকেরা পেশা ত্যাগ করে অন্য পেশায় গমন করছেন।
একজন সাংবাদিকের প্রথমত রাজনৈতিক নিরপেক্ষ হতে হবে!!
0 মন্তব্যসমূহ