শম্পা ধর, বরিশাল প্রতিনিধিঃ
৫এপ্রিল থেকে ১১এপ্রিল এই ৭দিনের লকডাউনের আজ প্রথম দিনে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক এক সচেতনতামূলক র্যালীর আয়োজিত হয়।
"মাস্ক পরার অভ্যেস,করোনা মু্ক্ত বাংলাদেশ"এই স্লোগান নিয়ে অনুষ্ঠিত হয় ডিএমপি এর করোনা প্রতিরোধমূলক র্যালী ও মোটর শোভাযাত্রা। এসময় র্যালীতে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান।
0 মন্তব্যসমূহ