শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. নিজস্ব প্রতিনিধিঃ
খুলনা জেলায় রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৫নং ওয়ার্ডে শ্রীরামপুর এলাকায় অবস্থিত সামাজিক ও ক্রীড়া সংগঠন, ফ্রেন্ডস সিনিয়র জুনিয়র (F S J) যুব ক্লাব কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উৎযাপন উপলক্ষে ২৬শে মার্চ ২০২১ শুক্রবার এক আট দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আশাবুর রহমান মোড়ল, বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ দাউদ আলী শেখ, আরো উপস্থিত ছিলেন ফ্রেন্ডস সিনিয়র জুনিয়র (F S J) যুব ক্লাবের সভাপতি এইচ এম জুবায়ের, সহ সভাপতি মোঃ নাজিমুদ্দীন, সাধারন সম্পাদক হাসান রশিদ,প্রচার সম্পাদক মোঃ ইশারাত ও ক্লাবের অন্যান্য কার্যকারী সদস্য বৃন্দ।
খেলা পরিচালনায় ছিলেন ক্রীড়া সম্পাদক আরাফাত মোড়ল,অখিল ভদ্র,জুম্মান শেখ,জুবায়ের, মোঃ আনিস শেখ,
এ ছাড়াও উপস্থিত ছিলেন আসাদুজ্জামান রনি,মিরাজ সরদার,মোঃ ইমন শেখ,আমান গাজী,মোঃ মাহফুজ শেখ, রাতুল,তৌহিদুর রহমান সহ ক্লাবের অন্যান্য সদস্য ও এলাকাবাসী। উক্ত ক্রিকেট খেলায় চ্যাম্পিয়ন নির্বাচিত (মুজাহিদ একাদশ)।রানার আপ ( তৌহিদুর রহমান একাদশ)।
ম্যান অবদা ম্যাচ (মোঃ জামান) এ ছাড়া ও ফ্রেন্ডস সিনিয়র জুনিয়র (F S J) যুব ক্লাবের পক্ষ থেকে F S J ক্লাবের সকল সদস্য,খেলা পরিচালক পরিষদ, খেলায় অংশ গ্রহনকারী খেলোয়ার ও বিভিন্ন শুভাকাঙ্খী অতিথীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পরিচালনা পর্ষদ।
0 মন্তব্যসমূহ