নাহিদ জামান রূপসা প্রতিনিধি।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত আলোচনা আজ ২৬ মার্চ শুক্রবার সকালে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা সুবর্ন জয়ন্তির আলোচনা সভায় জুম কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন শেখ মুজিব ছাড়া বাংলাদেশের স্বাধীনতা কল্পনা করা যায় না। শেখ মুজিবের মতই এক দুঃসাহসীক নেতা পেয়েছিলাম বলে মাত্র নয় মাসে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এ দেশের স্বাধীনতা অর্জন করেছিলাম, তার ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণে স্বতঃস্ফূর্ত হয়ে এ দেশের মুক্তিকামী জনতা স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। কিন্তু আজ ৫০ বছর পরেও শেখ মুজিবের নাম বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য স্বাধীনতার পরাশক্তিরা মাথাচাড়া দিয়ে উঠেছে, এই বিরোধী শক্তিকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে।
রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খান মাসুম বিল্লাহের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কৃষি কর্মকর্তা ফরিদুজ্জামান,রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন। যুব উন্নয়ন কর্মকর্তা মোল্যা আবু বকরের পরিচালনায় বক্তৃতা করেন আবাসিক মেডিকেল অফিসার সঙ্গীতা চৌধুরী,প্রাণী সম্পদ কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) ডাঃ তপু সাহা, উপজেলা প্রকৌশলী ওয়াহিদুজ্জামান, মুক্তিযোদ্ধা কাজী ইয়াহিয়া,সমবায় কর্মকর্তা প্রশান্ত ব্যানার্জী, ইউআরতিও তারেক ইকবাল আজিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, সহকারী প্রোগ্রামার রেজাউল করিম,তথ্য কর্মকর্তা দিলশানারা, আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির,আলহাজ্ব নজরুল ইসলাম,মোর্শেদুল আলম বাবু,মোস্তাফিজুর রহমান মোস্তাক, রকিব উদ্দীন,আকতার ফারুক, ওয়াহিদুজ্জামান মিজান,ইউসিসিএ চেয়ারম্যান সুশীল কুমার পাল, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, ফঃ ম আয়ূব আলী সেন চিত্র প্রমূখ।
0 মন্তব্যসমূহ