Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সাতক্ষীরার সরুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুল হাই এর মটরসাইকেল প্রতীকের উঠান বৈঠক ও কর্মী সভা



সাতক্ষীরা প্রতিনিধিঃ
 
সাতক্ষীরায় আসন্ন ১১এপ্রিল ইউপি নির্বাচনে সামনে রেখে জেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন ৩ নং সরুলিয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথী হিসেবে মটরসাইকেল প্রতিকে মেধাবী সাবেক ছাত্রনেতা সৎ,যোগ্য,মিষ্টিভাষী প্রধান শিক্ষক (মাস্টার)আব্দুল হাই ।

দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে গনসংযোগ,উঠান বৈঠকসহ পথসভা চালিয়ে যাচ্ছেন। শেখ আব্দুল হাই স্বতন্ত চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়নের সকল নাগরিকের কাছে দোয়া আর্শিবার কামনা করেন। তিনি বলেন এ ইউনিয়নে নাগরিকদের নায্য অধিকারেব বলিষ্ট ভূমিকা ও সকলের সহযোগিতা নিযে কাজ করে যাবেন। আগামী ইউপি নির্বাচনে জয়ী হলে নাগরিক সুযোগ-সুবিধা, সন্ত্রাস,মাদক, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় সকল সুবিধা সমতা ভিক্তিতে বন্ঠন করা,দালালমুক্ত ও দুর্নীতিমুক্ত আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। 

তিনি তার নির্বাচনীয় এলাকায় ভোটারদের সাথে মতবিনিময় গ্রাম থেকে পাড়ামহল্লায় ছুটে চলেছেন বিভিন্ন শ্রেনির পেশার মানুষের সাথে মতবিনিময় করে যাচ্ছেন। চেয়ারম্যান প্রাথী শেখ আব্দুল হাই বলেন, জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত মানুষের সেবা করে যেতে চাই।

ইউনিয়নবাসী আমাকে নির্বাচিত করলে সুশীল সমাজকে সঙ্গে নিয়ে বাণিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা বাসীর দীর্ঘদিনের সমস্যা, পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট, কালভার্ট, দারিদ্রতা দূরীকরণ, সুপেয় পানির ব্যবস্থা, হতদরিদ্র মহিলা এবং বেকার যুবকদের নানামুখী প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তুলবেন। এছাড়া তিনি অসহায় নারীদের নির্যাতন বন্ধ বাল্যবিবাহ প্রতিরোধ ও এসিড সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গড়ে তুলে ইউনিয়নকে একটি প্রক্রিয়াধীন ইউনিয়নে রূপান্তরিত করবেন। তিনি দৃঢ় প্রত্যয়ে বলেন, নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদ থেকে কোন সুবিধা নেওয়ার জন্য টাকা লেনদেন বন্ধ করা হবে। দীর্ঘদিনের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাবেন তিনি। বিভিন্ন গনসংযোগ কালে ভোটরদের একটায় দাবি আমরা যেন দাবি সুষ্ট ভাবে ভোট কেন্দ্র যেয়ে ভোট টা দিতে পারি। তাহলে এ ইউনিয়ন থেকে সৎ,যোগ্য প্রার্থী জয়ী হবে আশাবাদ ব্যাক্ত করেন ৩ নং সরুলিয়া ইউনিয়ন বাসী। ভোটাররা অনেকে বলেন কোন অসৎ.দূনির্তীবাজকে এই ইউনিয়নে প্রতিনিধি হিসেবে দেখতে চাই না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big