মোঃ আসলাম হাওলাদার উপজেলা প্রতিনিধি, মোরেলগঞ্জ, বাগেরহাটঃ-
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় করোণা ভাইরাস সচেতনতা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) মোরেলগঞ্জ উপজেলার ১৫ নং ইউনিয়নের ১ নং গাবতলা ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক সেন্টার কর্তৃক আয়োজিত সকাল ১০ টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিকের ডাঃ মোঃ ফারুক হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ চাঁনমিয়া তালুকদার, গ্রাম পুলিশ মোঃ মনির।
"সবাই মিলে শপথ করি,করোণা ভাইরাস মুক্ত জীবন গড়ি" প্রতিপাদ্য বিষয় উপর বক্তৃতা দেন।
এ সময় উপস্থিত বক্তারা বলেন করোণা মহামারী পরিস্থিতি খুব উদ্বিগ্ন হারে বৃদ্ধি পাচ্ছে । এই মহামারি থেকে নিজেকে সুরক্ষিত থাকতে সচেতনতা কোন বিকল্প নেই।
করোণা প্রকোপ দিনদিন বেড়েই চলছে। তাই সবাইকে সচেতন হতে হবে। বাহিরে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে এবং বারবার সাবান ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোঁয়ার জন্য আহ্বান করেন।
এ সময় উপস্থিতিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
0 মন্তব্যসমূহ