সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃনাজির খান
১৬ই মার্চ মঙ্গলবার আনুমানিক বিকাল ৩টার সময় কাছিকাটা নদীতে উত্তর নামক খালে গোল পাতা কাটার সময়
সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের
নওবেকি ছোট কুপট
গ্রামের আতিয়ারের ছেলে আবুল কালাম
বাঘের আক্রমণে নিহত হয়।
স্থানীয়রা জানান ,
কালাম সহ আরও কয়েকজন বাওয়ালী
বুড়িগোয়ালিনি বনদপ্তর থেকে পারমিট নিয়ে
গোলপাতা সংগ্রহ করতে বনে যায়।
এবং সেখানে বাঘের আক্রমণের শিকার হয়।
তার সঙ্গীরা বাঘের নিকট থেকে কালামকে ছিনিয়ে নিয়ে বনদপ্তরকে জানায়।
খবর টি শুনে দ্রুত বনদপ্তর বিভাগ কালামের মৃত্যু দেহ উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসেন।
বিষয় টি বনবিভাগের বুড়িগোয়ালিনি ষ্টেশনকর্মকর্তা জনাব,সুলতান আহমেদ নিশ্চিত করেছেন।
0 মন্তব্যসমূহ