Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দেবহাটায় ঢাকাগামী গ্রীনবাংলার নিচে চাপা পড়ে সাবেক স্কুল শিক্ষকের মৃত্যু, আহত ২




 স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন : 

 দেবহাটায় ঢাকাগামী গ্রীনবাংলা চলন্ত বাসের নিচে চাপা পড়ে সাবেক এক মাধ্যমিক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনায় আহত  হয়েছে আরো ২ জন। আহত ২ জনের মধ্যে ১ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যজনকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার (২৬ মার্চ, ২১) সকাল সাড়ে ৮ টার কিছু আগে ঢাকাগামী গ্রীনবাংলা ঢাকা মেট্রো ব ১৪-৯৯৯১ এর গাড়িটি দ্রুতগতিতে কালীগঞ্জ থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলো। দেবহাটা উপজেলার গাজীরহাট বাজারের পাশে মহব্বতের পাইপের দোকানের সামনে দিয়ে গাড়িটি যাওয়ার সময় রাস্তার পাশে সাইকেল নিয়ে দাড়ানো উপজেলার রামনাথপুর গ্রামের মৃত কালীপদ রায়ের ছেলে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক সমিত রায় ভোলা (৭০), গরানবাড়িয়া গ্রামের আব্দর রউফের ছেলে জাকির হোসেন (২৬) ও কামটা গ্রামের ফজলু আলীর ছেলে ফিরোজ (২৪) দাড়ানো ছিল। কিন্তু গাড়িটির গতি দ্রুত থাকার কারনে ড্রাইভারের অসর্তকার কারনে ঐ ৩ জনকে ধাক্কা দিলে সমিত রায় ভোলা ঘটনাস্থলেই মারা যান। এতে জাকির ও ফিরোজ মারাত্মক আহত হলে তাদের মধ্যে জাকিরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও ফিরোজকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে জাকিরের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এদিকে সংবাদ পেয়ে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং দূর্ঘটনাকবলিত গাড়িটি ও গাড়িটির সুপারভাইজার আশাশুনি উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুস সামাদ গাজীর ছেলে ফারুক হোসেন (২৮) কে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ওসি বিপ্লব কুমার সাহা দূর্ঘটনায় ১ জনের নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গাড়িটি ও সুপারভাইজারকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে। তবে নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তারা নিহতের ময়না তদন্ত ছাড়াই লাশের সৎকার করতে ইচ্ছুক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big