Zubair Talukder daulatpur thana potinidi
মুজিব বর্ষ ও মহান স্বাধীনতা দিবস (স্বাধীনতার সুবর্ণজয়ন্তী) ও জাতীয় দিবস উপলক্ষে দৌলতপুর থানা আওয়ামী লীগের আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচি আজ ভোরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও রেলিগেট থেকে সকাল ১০ টায় এক বিশাল আনন্দ র্র্যালী শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি মহাদয়ের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ থানা আওয়ামী লীগের সভাপতি বি,জে এ'র সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, শেখ সৈয়দ আলীর সভাপতিত্বে ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বন্দ ও থানা যুবলীগ সাবেক ছাত্রনেতা,মোঃ বাচ্চু মোড়লের পরিচালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা-৩ থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য,শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি।
র্র্যলিতে এবং সমাবেশে উপস্থিত ছিলেন, দৌলতপুর মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধারা, নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, দলীয় ওয়ার্ড কাউন্সিলর,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের নেতাকর্মী সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভার সভাপতি শেখ সৈয়দ আলীর সমাপনী বক্তব্যের মাধ্যমে দৌলতপুর থানা আওয়ামী সপ্তাহ ব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।।
0 মন্তব্যসমূহ