পপি রায়
মানুষ কেন বলে মােদের ...
নারীর নিজস্ব নাই কিছু ।
আমি তাে দেখি জগৎ চলে ...
নারীর পিছু পিছু ।
বাপের ঘরে লক্ষ্মী আমি,,,,,
স্বামীর ঘরে অন্নপূর্ণা।
ছেলের ঘরে জননী,
আমি আমি ছাড়া সংসার অসম্পূর্ণা ।
আমার থেকে আপন করতে ...
আর কি কেউ পারে ? .
বাপের ঘরকে ছেড়ে এসেও ....
পরকে বাঁধি ঘরে ॥
গােত্র থেকে গােত্রান্তর ।
যদিও আমি হই ।
তবুও যেন জননী রূপে ....
সকল দুঃখ সই।।
পুরুষতান্ত্রিক সমাজ তাই .
পুরুষকে বড় করে।।
জেনে রেখাে সেই পুরুষকেই ,
' নারী ' ... গর্ভে ধারণ করে ।
মহাকাল আমার পদতলে ...
শায়িত চিরকাল ।
আমি ছাড়া এ জগৎ - সংসার ,
সবই হবে অচল ।
0 মন্তব্যসমূহ