শেখ নুরইসলাম
বাড়ি আমাগো বাগেরহাট
পাশে ষাটগম্বুজ
প্রতিদিন বিদেশি পর্যটক এসে
নিয়ে যায় খোঁজ।
খানজাহান আলীর সময় কালে
অনেক মসজিদ গড়া,
যেগুলির মাথায় উচু উচু
গম্বুজ দিয়ে ভরা।
দিঘী খুঁড়েছে অনেক গুলো
মিষ্টি পানির জন্য,
যার কারনে বাগেরহাটবাসী
হয়েছে যে ধন্য।
বিশ্ব ঐতিহ্য নিদর্শনের মধ্যে
একটি জায়গা নিয়েছে,
ইউনেস্কো নাকি ঐতিহ্যবাহী
স্থানের মর্যাদা দিয়েছে।
গম্বুজ একাশি তবে কেন
ষাটগম্বুজ বলে,
না জানলে অতীতটাকে
এভাবে কি চলে।
0 মন্তব্যসমূহ