মারফি সরকার তিন্নী
সবটুকু পেয়ে কিছুই পাওনি
যেটুকু দিয়েছি সেটুকু ও নাওনি,
অবসর ক্ষণে যদি পার ভেবো
আমারে মনে রেখ।
যতদূরে যাই যেখানেই থাকি
সবটুকু না ভুলে কিছু রেখ বাকি
প্রতি বন্ধবন্ধনে আমারে রেখ
শুধু মনে রেখ।
আমি পরদেশী এসেছিলাম একা
হয়েছিলো জানা, হয়েছিল দেখা
অতি প্রয়োজনে আমারে ডেকো
শুধুই মনে রেখ।
0 মন্তব্যসমূহ