স্নেহময়ী মা.....
মা আমার মা আমার স্নেহময়ী মা
তৃ-ভুবনে হয়না মা গো তোমার তুলনা
দুঃখ দিয়ে কষ্ট দিয়ে যখন জন্ম নিলাম আমি,
দশ মাসেরই কষ্ট মাগো ভুলে গেলে তুমি।
নিঃস্ব ছিলাম শূন্য দেহে তখন রাখলে তোমার বুকে,
ভিজে জায়গায় নিজে শুয়ে রাখলে আমায় সুখে।
তোমার জন্য মা গো আমার এই দুনিয়া দেখা,
আমার মুখের প্রথম বুলি,তাও মাগো তোমার কাছেই শেখা।
আমার উপর যখন মা গো বাড়লো তোমার টান,
বড় হয়ে সেই আমি আজ তোমায় করি না সম্মান।
যখন থেকে নিজের বুঝ বুঝতে শিখে হোলাম অজানা,
সে দিন থেকেই কষ্ট মা গো আমার পিছু ছাড়লো না.......!
সুলতানা নাসরিন
মোংলা উপজেলা বিশেষ প্রতিনিধি
কোন মন্তব্য নেই