Breaking News

ব্যর্থতার ইতিকথা




অধিকাংশ বাঙালির জীবন'ই ব্যথতায় কালো চাদরে মোড়ানো এক জীবন্ত লাশ।তাঁরা না পারে সইতে, না পারে কইতে।তাদের ব্যথতার রং পিংক কালারের হয় না হয়ে উঠে খাদ ধূসর। কেননা,তাঁরা বুঝতে দিতে চাই না যে ব্যথতা আর গ্লানির রং শরৎ এর শুভ্র মেঘের মতো শ্বেত নই সেটা কালো হয়ে থাকে।
আট কুঠুরি নয় দরজার জীবন্ত সত্ত্বাগুলি ব্যথতাকে পুঁজি করেই এগিয়ে যায় নোয়াখালীর মতো কোন সুবর্ণ চরের নেশায় সুবর্ণ সুযোগের হাত ছানি পাওয়ার আশায়।

আষাঢ়ের শ্যামাকালো মেঘের মতো হতাশা গুলো যখন আমাদের জাপটে ধরে,তখনি নিজের সত্ত্বা টের পাওয়া যায়।বারংবার জানিয়ে দিয়ে যায় তার স্বকীয় অস্তিত্বের।

ব্যথতা,হতাশা, গ্লানি আছে বলেই
জগৎ টা এত সুন্দর, জীবনটা এত সুন্দর।
ব্যথতা
প্রিয়সীর মতো শুকনো প্রেরণা দিয়ে যায় রিক্ত হতে নতুন কিছু করার,স্বপ্নবাজ মানুষ হয়ে বেড়ে উঠার।

আরাফাত হোসেন
রূপসা নদী (জীবনানন্দের)
রাত. ৪.০৮
২২.১০.২০২০

কোন মন্তব্য নেই

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Search This Blog

এখানে সার্চ করুন

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads