…........শারমিন সুলতানা রুনা
তুমি মানবতার শারমিন সালাম,
তুমি রূপসা তেরখাদা দিঘলিয়ার মানুষের ভালবাসার নাম।
তুমি তো সেইজন,
খুব অল্প সময়ে ছুঁয়েছো খুলনা চার আসনের মানুষের মন।
তুমি অবহেলিত মানুষের দূঃখে কাঁদো,
সুখের হাসিতে হাসো,
তুমি তো রূপসা তেরখাদা দিঘলিয়া মানুষের জননী,
আমরা তোমাকে পেয়ে গর্বিত,
তোমার কাছে চির ঋণী,
হে মাতৃসমতূল্য জননী।
(সংক্ষেপিত)
0 মন্তব্যসমূহ