শম্পা ধর, বরিশাল প্রতিনিধিঃ
সারাদেশে করোনা মোকাবেলায় সরকার ১৮দফা নির্দেশনা দিয়েছে তা বাস্তবায়ন করতে বিভিন্ন ভাবে বিভিন্ন স্থানে করোনা প্রতিরোধক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে গতকাল ১লা এপ্রিল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল জেলা প্রশাসন বিআরটিসি ডিপোতে এক সচেতনতামূলক প্রচারণা করে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস,বিআরটিসির পরিচালনা পর্ষদের সদস্য কাজী আবুল কালাম আজাদ সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।
বিআরটিসি সূত্রে জানা যায়, রুটে ৩৩টি বাস চলাচল করবে যার দুটি সিটে একজন বসানো হচ্ছে এবং ভাড়া ৩০০টাকা থেকে ৪৫০ টাকা বাড়ানো হয়েছে। তবে যাত্রীদের স্বার্থে ৪০০টাকা নেয়া হচ্ছে।
পরে বাসের যাত্রীদের মধ্যে ফ্রি মাস্ক বিতরণ করা হয়।
0 মন্তব্যসমূহ