স্বার্থের শহরে অন্যকে আপন ভাবা শুধু ভুলই নয় অনেক বড় বোকামি!
যেখানে ফ্যামিলি নামক প্রিয়জনই আঘাত দেয়,
দালানের অট্টলিকার চেয়ে কুঠিরেও তো সুখ ছিল, তবু কেন অবুঝ এর মত ভাঙলে ঘর....???
কেন ভুলে যাও তুমি,
প্রথম আলো, ভোরের কাগজ, এগুলো পড়া হয়ে গেলে. মানুষ পাঁচ টাকা সের দরে বিক্রি করে দেয় অশিক্ষিত হকারের কাছে,
তারপর
তার নেই কোন খবর, নেই কোন ঠিকানা,
হয়তো এভাবেই প্রয়োজন শেষে তুমিও হয়ে যাবে তাদের কাছে আবর্জনা
0 মন্তব্যসমূহ