Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সাংবাদিক সত্য আর সততা হোক আমাদের লেখা




শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. বার্তা সম্পাদক 

আসসালামু ওয়ালাইকুম প্রিয় সাংবাদিক সহ সকল পাঠক ভাই, বোন,  বন্ধুরা আমার প্রথম কথা'' সাংবাদিক সত্য আর সততা হোক আমাদের লেখা"
সাংবাদিক তাঁরা যার নিয়মিত সত্য আর সততা নিয়ে সত্য ঘটনা কে সকল মানুষের প্রয়োজনের উদ্দেশ্য তুলে ধরা। সত্য ঘটনা কে শক্ত হাতে কলম ধরে লিখে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার নাম'ই হলো সাংবাদিকতা। সাংবাদিকতার মত মহান পেশায় আমরা নিয়োগ হয়ে সত্য সঠিক অবস্থার বিবরণ দেওয়ায় হলো একজন প্রকৃত সাংবাদিকের কাজ, একটা সাংবাদিক এর কাজ হলো সকল বাধার পাহাড় ভেঙ্গে সত্য টা কে সামনে এনে নিজ দেশ সহ দেশের মানুষের জন্য কল্যাণকর কাজ নিয়ে সামনে এগিয়ে আসা,  সাংবাদিক যে তাঁর লেখার মাধ্যমে কারোরই কোন ক্ষতির সাক্ষার না রেখে নিজে নিজ দায়িত্বে ঘটনা স্থান পরিদর্শন করা, কী হয়েছে, কখন হয়েছে, কী ভাবে হয়েছে,  কোন উদ্দেশ্য নিয়ে উক্ত ঘটনা ঘটেছে কী না সকল বিষয় নিয়ে সত্য সঠিক ঘটনা কে তুলে ধরা হচ্ছে সকল সাংবাদিকের মূল দায়িত্ব।
সাংবাদিক হিসাবে যাদি অন্য কোন সাংবাদিক বা সাধারণ মানুষের কাছ থেকে আপনি আপনার এলাকা, ইউনিয়ন, উপজেলার বা ওয়ার্ডের কোন নিউজ সংগ্রহ করে আপনি আপনার নামে কপি রাইট করে দেন মনে রাখতে হবে আপনার ঐ নিউজের ভিতর ফেক নিউজ বা উদ্দেশ্য প্রলোভন জাতীয় নিউজ থাকতে পারে, এ জন্য সকল সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্য বলবো আপনারা যে কোন ঘটনা নিউজ করার পূর্বে ঘটনা স্থাল পরিদর্শন করে কী হয়েছে,  কী ভাবে হয়েছে কখন হয়েছে,  কে করেছে, আইনের আওতায় উক্ত ঘটনা নেওয়া হয়েছে কী না এ সব কিছু জেনে বুঝে তাঁর পর সঠিক স্থান থেকে সঠিকভাবে তথ্য দিয়ে নিউজ সংগ্রহ করে নিউজ লিখে সকলের সহযোগিতায় এগিয়ে আসার নাম"ই হচ্ছে প্রকৃত সাংবাদিকতা।
সাংবাদিক এমন হওয়া উচিত হবেনা যে টাকার পিছি ছুটে গিয়ে ভুল তথ্য দিয়ে নিউজ সংগ্রহ করে পাঠাবেন তাহলে আপনাকে বলা হবে হলুদ সাংবাদিক,  যে কী না দেশ ও দশের উন্নয়নের কথা না ভেবে অন্যায় কে প্রশ্রয় না দিয়ে নিউজ করে কালো বিষয় টা কে সাদা করে দেখা কখন সাংবাদিক এর সততার পরিচয় থাকেন, এতে করে আপনি ও ঐ নিউজের জন্য হবেন সমান অপরাধের অপরাধী এ জন্য সকল সাংবাদিক সহ সকল পাঠক কে বলবো আসুন আমরা আমাদের দেশ,  আমাদের বিভাগ,  আমাদের জেলা,  আমাদের উপজেলা,  আমাদের ইউনিয়ন,  আমাদের ওয়ার্ড গড়ার দায়িত্ব আমাদের সকলের তাই সকল কে সত্য আর সততা নিয়ে আপনার দেশের ও আপনার এলাকার সকল নিউজ সঠিকভাবে নির্ভুল বা নির্ভরশীল যোগ্য নিউজ দিয়ে দৈনিক রূপসাঞ্চল কে এগিয়ে নিতে আপনি ও হয়ে উঠুন মহান। 
আসুন আমরা স্লোগান দিয়ে এগিয়ে আসি, করবোনা অন্যায় সইবো না,  মিথ্যার অনুসন্ধান আর করবোনা,  এক বাক্য নিয়ে বলবো সাংবাদিক আর নয় সাংঘাতিক,  সকল অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিক এর হবে একটা কথা, সাংবাদিক সত্য আর সততা নিয়ে হোক আমাদের লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big