দেশের সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি চলতি সপ্তাহে প্রকাশিত হতে পারে। এই বিজ্ঞপ্তিতে ৩২ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ২০শে অক্টোবরের মধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে যার অনুমোদন ইতোমধ্যে দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে জানা গেছে , সারাদেশ থেকে ৬ হাজার ৯৪৭ শূন্যপদে সহকারী শিক্ষক এবং ২৫ হাজার ৬৩০ জন প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে অফিসিয়াল ওয়েবসাইট আরো উন্নত করা হয়েছে।
এই নিয়োগ পদটি সরাসরি ১৩তম গ্রেডে উন্নীত করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ কোটা বহাল রেখে সকল কোটা বাতিল করা হয়েছে। কোটাগুলো হলো- মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, আনসার-ভিডিপি, প্রতিবন্ধী ও জেলা কোটা। তবে আগের মতোই ৬০ শতাংশ নারী, ২০ শতাংশ পুরুষ এবং ২০ শতাংশ পোষ্য কোটা থাকবে। এছাড়াও আগের নিয়ম অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে, আবেদন ফি আগের থেকে কিছু বাড়িয়ে ১৭০ টাকা করা হয়েছে, আবেদন করার যোগ্যতা হিসাবে নারী পুরুষ উভয়েরই স্নাতক পাস (সমমান ডিগ্রী) রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে জানা যায় নতুন আশা সিদ্ধান্তগুলো উল্লেখ করে আগামী ২০ অক্টোবরের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই ছিলো প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে সর্বশেষ আপডেট তথ্য।
সূত্র :প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
0 মন্তব্যসমূহ