শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. রূপসা প্রতিনিধিঃ
খুলনা জেলার রূপসা উপজেলার প্রেসক্লাব রূপসার সাধারণ সম্পাদক, রূপসা এন এন এস কে মহিলা দাখিল মাদ্রাসার সুপার, সাংবাদিক মোঃ খবির উদ্দিন এর মা খলিলুর রহমানের স্ত্রী মোসাঃ রোকেয়া বেগম.(৭৩) বার্ধক্যজনিত কারনে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন..(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
মরহুমার জানাজা নামাজ গতকাল আসর নামাজ বাদ খুলনা ৪ আসনের মাননীয় সংবাদ আঃ সালাম মূর্শেদীর গ্রামের বাড়ির মাদ্রাসা মসজিদ চত্বরের অনুষ্ঠিত হয়, উক্ত জানাজার নামাজ পড়ান তাঁর পুত্র মোঃ ইনামুল কবির এবং জানাজা শেষ করে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
এ দিকে তাঁর রুহের মাগফেরাত কামনা করেছেন, এমপি আঃ সালাম মূর্শেদী, মোসাঃ শারমিন সালাম, আজাদ আবুল কালাম, মোঃ রবিউল ইসলাম তোতা, খান রাজু আহমাদ শহীদ, আলহাজ্ব আঃ কাইয়ুম কোরাইশী, আলহাজ্ব মোঃ গোলাম সরোয়ার হাওলাদার, দৈনিক রূপসাঞ্চল এর সম্পাদক মুন্সি মোঃ রায়হান, নির্বাহী সম্পাদক তন্দ্র তনু, সহ সম্পাদক এফ এম বুরহান, বার্তা সম্পাদক শেখ শহীদুল্লাহ্ আল আজাদ।
0 মন্তব্যসমূহ