পবিত্র কুমার দাশ
__________________
তাকে নিয়ে কেন ভাবো সে তোমার কে?
কেন নীরবে চোখের কোণে আনো জল
কেন এই বক্ষ জুড়ে নিরবধি ধড়পড় নৃত্য
তার সাথে নেই কোন রক্তের সম্পর্ক,তবে সে তোমার কে?
কেন মাদকাসক্তিতে হও অবচেতন
কেন তোমার একটু ফাকা সময়ে মনে সে আসবে
অল্প দিনেই এত আপন! সে তোমার কে?
কেন তুমি শয়নেস্বপনে তার ছবি আঁকো
কেন তোমার মনে হয় সে ছাড়া তুমি নিঃসঙ্গ
তোমার ব্যাথা তুমিই বোঝ,তবে সে তোমার কে?
0 মন্তব্যসমূহ