আব্দুল হাকিম সবুজ,
রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভিজিএফ কর্মসূচীর অধীনে গরীব ও অসহায় পরিবারের মাঝে খাওয়ার অনুপযোগী দুর্গন্ধযুক্ত চাল বিতরণ করা হয়েছে।এঘটনায় সুবিধাভোগীরা চরম ক্ষোভ প্রকাশ করেন।সোমবার ১১ই জুন ঈদুল আযহা উপলক্ষে উপজেলার সাত টি ইউনিয়নে ৪৩ হাজার ৬১টি গরীব ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।মঙ্গলবার ১২ই জুন উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে ৪ হাজার ৪৮ জনের মধ্যে ভিজিএফের চাউল বিতরণের সময় আধাপচা ও নিম্নমানের চাউল দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী অনেকে।তাৎক্ষণিক উপকারভোগীরা নিম্নমানের চাউল না নিয়ে প্রতিবাদ করলেও কোন রকম কর্ণপাত করেননি চাউল বিতরণকারীরা।বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা মৌজার আমেনা বেগম এবং চাকিরপশার ইউনিয়নের দাসপারার ময়না রাণী লালচে খাবার অনুপযোগী চাউলের বিষয়ে বলেন,এগুলো চাউলের ভাত কিভাবে খাবো টক লাগবে।
এবিষয়ে উপজেলার একাধিক চেয়ারম্যান একই কথা বলেন যে খাদ্য গুদাম থেকে এই চাউল সরবরাহ করা হয় সব বস্তা দেখে নেওয়া সম্ভব হয়না যা আছে বস্তার ভিতরে আমরা তাই দিচ্ছি।
এইদিকে উপজেলার ছিনাই ইউনিয়নে তালিকাভুক্তদের স্লিপ লোপাট করার অভিযোগ উঠে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে।ছিনাই ইউনিয়নের নয়ন দেব নামের একজন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বুকে স্লিপ লোটাপের বিষয় টি প্রকাশ করেন।
রাজারহাট উপজেলা খাদ্য কর্মকর্তা শরিফ আহমেদ বলেন আমার গুদাম থেকে কোন রকম পচা চাউল যায়নি।
এবিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক সাইদুল আরিফ বলেন অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।
0 মন্তব্যসমূহ