Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসায় প্রেমের টানে ষোল বছরের ছেলের হাত ধরে তেরো বছরের মেয়ে উধাও



নিজস্ব প্রতিনিধিঃ

রূপসার নৈহাটি দক্ষিন পাড়া গ্রামে হৃদয় শেখের কন্যা তিন্নি(১৩) প্রেমের টানে ২ নং কাষ্টমঘাট এলাকার সেলিম এর ছেলে হিরা (১৬) এর সাথে 
ঘর ছেড়েছে। 

এব্যাপারে তিন্নির মায়ের সাথে কথা হলে তিনি জানান, গত ৯ জুন রবিবার  কোচিং করার কথা বলে আমার মেয়ে বাড়ী থেকে বের হয়ে সঠিক সময় বাড়ী না ফেরায়, আমরা তাকে খুজতে বের হই। অনেক খোজাখুজির পরে জানতে পারি। আমাদের পাশের প্রতিবেশী মিম, সেলীনা, মালা তাদের সৎ ভাই হিরার সাথে আমার মেয়ে কে পালিয়ে যেতে সাহার্য্য করেছে। আইন অনুযায়ী ছেলে এবং মেয়ের বিয়ের বয়স না হওয়ায় আমরা আমাদের মেয়েকে ফিরে পেতে রূপসা থানায় অভিযোগ দায়ের করেছি। থানা প্রশাসনের পক্ষ থেকে ছেলের পরিবার কে মেয়ে হাজির করার কথা বলা হলেও তারা আমার মেয়েকে এখনো পযন্ত হাজির করেনি। 
ছেলের সৎ বোন মালার সাথে কথা হলে তিনি জানান, হিরা (১৬) আমার সৎ ভাই। সে আমাদের প্রতিবেশী হৃদয় শেখের মেয়ে তিন্নি (১৩) সাথে ২ মাস ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে বলে আমরা জানতে পারি এবং বাধা প্রদান করি। আমাদের বাধা উপেক্ষা করে গত ৯ জুন রবিবার তারা দুজন বাড়ী থেকে পালিয়ে যায়। তারা কোথায় আছে আমরা কিছুই জানি না। 
ইউপি সদস্য আলমগীর হোসেন শ্রাবন বলেন, আমি এবং মহিলা মেম্বর রেশমা আক্তার এই ঘটনা জানতে পেরে উভয় পরিবারের কাছে গিয়েছি। ঘটনার তিন দিন অতিবাহিত হলেও এখন পযন্ত ছেলে  মেয়ের  সন্ধান মেলেনি। পুলিশ প্রশাসন তাদের চেষ্টা অব্যাহত রেখেছে। যেহেতু ছেলে মেয়ে উভয় এর অপ্রাপ্ত বয়স। আইন অনুযায়ী তাদের বিয়ের বয়স হয়নি। তাই তাদের সন্ধান পেলেই আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big