Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দক্ষিণ আইচায় সমুদ্রগামী জেলেদের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ



শামছুদ্দিন খোকন, চরফ্যাশনপ্রতিনিধি।
সামুদ্রিক মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য প্রতিবছর ৬৫ দিন মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয় অপরাধ হওয়ায়, ভোলা জেলার চরফ্যাশন উপজেলাধীন দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নে  জেলেদের মাঝে  ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। 
বৃহস্পতিবার (২৩শে জুন) চরফ্যাশন উপজেলা রেঞ্জ কর্মকর্তার আব্দুস ছালাম এর উপস্থিতিতে চেয়ারম্যান, প্রভাষক নিজাম উদ্দিন রাসেল  সুষ্ঠুভাবে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। ৮২৩ জন জেলের মাঝে ৫৬ কেজি করে  চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চর মানিকা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ্ এমরান ৯নং ওয়ার্ডের সদস্য মো. কামাল চৌধুরী, ৭ নং ওয়ার্ডের সদস্য মো. বেল্লাল হাওলাদার  ১নং ওয়ার্ডে সদস্য রহিজল সিকদার,  গ্রাম পুলিশ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। চাল পেয়ে জেলেরা বলেন, সরকার গভীর  সমুদ্র  মাছ ধরা নিষেধাজ্ঞা দিয়েছে। সরকারের নিষেধাজ্ঞা মেনে আমরা নদীতে  মাছ ধরা থেকে বিরত আছি । সরকার জেলেদের জন্য নিষেধাজ্ঞার সময়ে যে বরাদ্দ দিয়েছে আমরা আজ সেই বরাদ্দের চাল পেয়েছি। ৩নং ওয়ার্ডের জেলে আব্দুল বারেক মাঝি বলেন  আমাদের নামে বরাদ্দকৃত চাল সঠিকভাবে বিতরণ করেছেন, বরাদ্দের চাল সঠিকভাবে বিতরণ করায় আমরা খুশি।  
চেয়ারম্যান প্রভাষক নিজাম উদ্দিন রাসেল বলেন গভীর সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞার  সময় জেলেদের নামে ভিজিএফ কার্ডের 
বরাদ্দকৃত  চাল আজ থেকে বিতরণ শুরু হয়েছে। আমরা বরাদ্দের চাল সঠিকভাবে প্রকৃত নিবন্ধিত জেলেদের মাঝে বিতরণ করেছি। পর্যায়ক্রমে নিবন্ধিত সকল জেলেদের মাঝে চাল বিতরণ করা হবে। তিনি আরও বলেন, জেলেদের  চালসহ জনগণের সকল বরাদ্দ আমি সঠিকভাবে বিতরণ করবো। জনগনকে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করবো। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big