পাইকগাছা উপজেলা প্রতিনিধিঃ
কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের লালুয়া গ্রামের সিদ্দিক হাওলাদারের পুত্র ফরিদুল হাওলাদার (১৮) জন্ম থেকে একজন অসচ্ছল প্রতিবন্ধী। সে নিজের চেষ্টায় হাঁটাচলা করতে পারে না। ফলে তার দরিদ্র পিতা মাতা দীর্ঘদিন যাবত তাকে নিয়ে খুব কষ্টে জীবন যাপন করছেন। জন্মের পর থেকে এতগুলো বছর পার হলেও সে কোন সহায়তা পায়নি। এদিকে পাইকগাছা উপজেলার লস্কর ইউপি বারবার নির্বাচিত চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন)। যিনি ২০০৩ সাল থেকে অসচ্ছল প্রতিবন্ধীদের কল্যাণে নিরলস কাজ করে আসছেন ।
বিভিন্ন মাধ্যমে প্রতিবন্ধী ফরিদুলের পরিবার চেয়ারম্যান তুহিন কাগজীর মানবিকতার কথা জানতে পেরে তারা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। এছাড়া লালুয়া গ্রামের যুব সমাজের পক্ষ থেকেও লস্কর ইউনিয়নের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হয় যাতে প্রতিবন্ধী ছেলেটি একটি হুইলচেয়ার পেতে পারে। দক্ষিণ খুলনায় প্রতিবন্ধীদের একমাত্র অভিভাবক হিসেবে পরিচিত চেয়ারম্যান তুহিন কাগজী প্রতিবন্ধী ছেলেটির অসহায়ত্বের কথা জানতে পেরে তাকে নিজস্ব অর্থায়নে একটি হুইলচেয়ার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। সে অনুযায়ী আজ ২৩শে জুন রোজ রবিবার তিনি প্রতিবন্ধী ছেলেটিকে হুইল চেয়ার প্রদান করলেন। হুইলচেয়ার পাওয়ার পর প্রতিবন্ধী ফরিদুল সহ তার পরিবার লস্কর ইউনিয়নের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তার সুস্বাস্থ্য কামনা করেছেন।
উল্লেখ্য বাঙালি ইউনিয়নে চেয়ারম্যান তুহিন কাগজীর নানা বাড়ী এবং তার নানা মরহুম মহির উদ্দিন সানা ঐ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
0 মন্তব্যসমূহ