খুলনা মহানগরী খানজাহান আলী থানাধীন মাওম ডাঙ্গা গুলশান আবাসিক এলাকা থেকে রবিবার রাত দশটায়খাদিজা আক্তার রুনু (৩৮) স্বামী মামুন (৪০) নিউ মাওমভাঙ্গা খানজাহান আলী খুলনা তে বসবাসরত বাসায় খাদিজা আক্তার এর লাশ পাওয়া যায়। স্থানীয় ইউপি সদস্য মাহমুদ হাসানের তথ্যের ভিত্তিতে খানজাহান আলী থানা পুলিশ মৃত খাদিজা আক্তার এর লাশ উদ্ধার করে। বাড়ির মালিক মিরাজ (৩৮) জানান স্বামী-স্ত্রী এক বছর যাবত তার দোতলায় ভাড়া থাকতো। তিনি আরো জানান প্রায় স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ঝগড়াঝাঁটি হত। মৃত খাদিজা আক্তার এর দুই মেয়ে বড় মেয়ে টুম্পা (২৩) বিবাহিত, ছোট মেয়ে রিপা (১৫)। মামুন মৃত খাদিজা আক্তার এর দ্বিতীয় স্বামী। স্বামী-স্ত্রী উভয়ে ইন্ডিয়ান কাপড়ের ব্যবসা করত। ছোট মেয়ে রিপা পাশে তার নানীর বাড়িতে ছিল এবং স্বামী মামুন কে খোঁজ করে পাওয়া যায়নি। ঘটনাস্থল খানজাহান আলী থানা পুলিশ ও ডিসি নর্থ মোল্লা জাহাঙ্গীর পরিদর্শন করেন। এটি আত্মহত্যা নাকি খুন এখন পর্যন্ত জানা যায়নি লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান ময়নাতদন্তের পর চূড়ান্ত রিপোর্ট পাওয়া যাবে।
0 মন্তব্যসমূহ