জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুর সদর উপজেলাধীন টোনা ইউনিয়নের হাসান শেখ(৩৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
২৩ মে (রোববার) সকালে উপজেলার ৪ নং টোনা ইউনিয়নের পূর্ব টোনা গ্রামের নিজ ঘর থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত হাসান শেখ পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের পূর্ব টোনা গ্রামের মৃত ছোবাহান শেখের পুত্র।
নিহতের মামা শামসুল হক জানান,রোববার সকালে তার ভাগিনা নিহত হাসানের বাড়িতে স্থানীয় এক ডাব ব্যবসায়ী ডাব কিনতে আসে। তখন হাসানকে তার ঘরের সামনে থেকে ডাকা-ডাকি করলেও সারা শব্দ না পেয়ে ঘরের জানালায় উঁকি দিয়ে দেখতে পায় যে হাসান রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে আছে। তখন ডাব ব্যবসায়ী তার বাড়িতে গিয়ে হাসানের বিষয়টি জানালে তারা হাসানের বাড়িতে এসে দরজা খুলে দেখতে পায় রক্ত অবস্থায় মৃত হাসানের দেহ ঘরের মাটিতে পড়ে আছে। নিহত হাসানের গলায়, বুকে, পিঠে সহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের আঘাত ছিলো।
0 মন্তব্যসমূহ