কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটে মুক্তিযোদ্ধার সম্পত্তি দখলের অভিযোগে ১৪৪ ধারা জারি করেছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত। বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর গ্রামের মুক্তিযোদ্ধা বংশধর পালের ছেলে মানিক চন্দ্র পালের অভিযোগের ভিত্তিতে আদালত এই আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায় গত ১৭ ই মে সকাল ৯ টায় একই এলাকার মৃত দিগম্বর পালের ছেলে ১) সুহৃদ পাল ২) অসিত পাল ৩) অলোক পাল, অরবিন্দ পালের ছেলে ৪) মিন্টু পাল ৫) মিলন পাল সহ আরও ৭/৮ জনের একটি সংঘবদ্ধ দল তফসিল সম্পত্তিতে জোরপূর্বক প্রবেশ করিয়া গাছপালা কেটে গড়া বেড়া দেওয়ার চেষ্টা করে। দীর্ঘদিন থেকে ভোগ দখল করে আসা সম্পত্তির মালিক মানিক চন্দ্র পাল বাধা দিলে উপরোক্ত ব্যক্তিগণ তাহার উপর আক্রমণ করে। ডাক চিৎকার শুরু করলে সাক্ষীগণ উপস্থিত হয় এবং উপরোক্ত ব্যক্তিগণ মানিককে প্রাণনাশের হুমকি দিয়া ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে মামলায় অভিযুক্ত অলোক পাল বলেন, হুমকি-ধামকি বা মারামারির কোনো ঘটনা ঘটেনি।তফসিল সম্পত্তি নিয়ে স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশ মীমাংসা করে আমাদের পক্ষে রায় দিয়েছে। কিন্তু তারা সালিশের সিদ্ধান্ত মানে নাই।
থানা পুলিশের পক্ষ থেকে এসআই হাবিব জানান, আদালতের নির্দেশনা মোতাবেক তফসিল সম্পত্তিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষার্থে উভয়পক্ষকে সতর্ক করা হয়েছে। আদালতের রায় অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
0 মন্তব্যসমূহ