Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

এক ত্যাগী নেতার অজানা গল্প




বিশেষ প্রতিনিধিঃ
খুলনা জেলার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের চাঁদপুর গ্রামের শেখ পরিবারের স্বনামধন্য সন্তান জনাব আলহাজ্ব আব্দুল জব্বার শেখ।তাঁর পিতা মৃত জনাব আফছার উদ্দিন শেখ ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ।শেখ মোঃআব্দুল জব্বার ১৯৮৮ সালে ছাত্রলীগের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন।পরবর্তীতে নিজের অসামান্য গুনাবলী ও দক্ষতার জন্য তিনি ওয়ার্ড যুবলীগের সভাপতি, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তীতে ইউনিয়ন যুবলীগের সভাপতি নির্বাচিত হন।৯০'এর এরশাদ স্বৈরশাসকের বিরোধী আনন্দোলনের অন্যতম কান্ডারি।খালেদা -নিজামী বিরোধী আনন্দোলনে তিনি একজন শক্তিশালী যোদ্ধা হিসেবে কাজ করেছেন। ২০০১ সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় এলে তিনি অত্যাচার নির্যাতনের স্বীকার হন।নিজের বসতিতে তিনি উচ্ছেদ হন।পরবর্তীতে হামলা মামলা স্বীকার হন।তবুও তিনি সংগঠনকে আগলে রেখেছেন। দীর্ঘ ৩ বছর বিএনপি জামাতের অত্যাচার করে।শেষে নিজ জীবন রক্ষার্থে ২০০৩ সালের ৩১ ডিসেম্বর তিনি প্রবাসে গমন করেন।সমাজ সেবায় তিনি একজন মানবতার ধ্রুবজ্যোতি। মানুষের বিভিন্ন সমস্যা,আপদ বিপদে তিনি মানুষের পাশে থাকেন।করোনকালীন সময়ে তিনি অসহায় গরিব মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরন করেন। মসজিদ,মাদরাসা,স্কুল-কলেজ সহ বিভিন্ন সামাজিক সংগঠনে তার অবদান রয়েছে।সাত সাগর তেরনদীর ওপারে বসে তিনি নিজ এলাকার মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন।তৃনমূল নেতাকর্মী

ইতিমধ্যে রূপসা উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে ভাবতে শুরু করেছে, তিনি সমাজসেবক এবং প্রগতিশীল চিন্তাধারার প্রতীক ও যুব সমাজের অহংকার, গরীব দুঃখী মানুষের পরম বন্ধু। সৎ আদর্শ ও ন্যায় নীতিবান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী মিষ্টভাষী একজন সাদা মনের মানুষ। । বর্তমানে তিনি কুয়েত প্রবাসী আওয়ামীলীগর প্রভাবশালী সদস্য ঘাটভোগ ইউনিয়নের একজন জনপ্রিয় মানুষ তিনি হলেন নয়নের মনি জনাব আলহাজ্ব আব্দুল জব্বার শেখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big