Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসা ঘাট ইঞ্জিন চালিত নৌকা মাঝি সংঘের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত




নাহিদ জামান রূপসা প্রতিনিধি: আজ  ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার বিপুল উৎসাহ উদ্দীপনা ও স্বাস্থ্যবিধি মেনে পূর্ব ও পশ্চিম রূপসা ঘাট ইঞ্জিন চালিত নৌকা মাঝি সংঘের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ভোটারগন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোট প্রদান করেন।  এই নির্বাচনে ৯ টি পদে ২৯ জন প্রার্থী অংশ গ্রহন করে। নির্বাচনে ১ জন ভোটার মৃত্যু বরণ করায় ১৭৫ জনের মধ্যে ১৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। 
নির্বাচনে মোঃ রেজা ব্যাপারী (ছাতা) ১০০ ভোট পেয়ে সভাপতি এবং মো: শাহাদাত ব্যাপারী (হারিকেন) ৮৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়। এছাড়া আইয়ুব আলী ফকির (উড়োজাহাজ) ৬৫ ভোট পেয়ে সহ সভাপতি, মোঃ শাহাদাত মুন্সি (বাই সাইকেল) ৭৯ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক, ফজর ব্যাপারী (গোলাপ ফুল) ৫৬ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক, ইব্রাহিম শিকদার (কুঁড়ে ঘর) ৫৫ ভোট পেয়ে কোষাধ্যক্ষ, মো. আমির (টেবিল) ১০১ ভোট পেয়ে প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন। এবং নির্বাহী সদস্য পদে শামীম ব্যাপারী (জাহাজ) ৮৬ ভোট পেয়ে এবং রেজাউল শেখ (হাঁস) ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
 নির্বাচনে পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। সদস্য সচিব ছিলেন ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন অধ্যক্ষ ফ. ম. আ: সালাম, সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন ফ.ম ওহিদুল ইসলাম, চন্দ্র কান্ড মন্ডল এবং শফিকুল ইসলাম।  রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আরিফুর রহমান মোল্লা, যুগ্ম সা: সম্পাদক জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, এমপি কো-অর্ডিনেটর নোমান ওসমান রিচি। নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা আ: মজিদ ফকির, আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, আকতার হোসেন খান, সেলিম মোল্লা, আশিষ কুমার রায় প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big