Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

আমার ভালোবাসা শুধু তোমার জন্য

 


এস এম রবিউল ইসলাম

     আজ প্রায়  ৪ বছর হল তোমায় হারিয়েছি। যখন তুমি আমার জীবনে ছিলে,তখন তোমাকে কখনো গুরুত্ব দেই নি। ভাবতাম তুমি অকারণে বড় বিরক্ত কর। কথায় কথায় কল  করা, এখন আর কেও ছোট ছোট কথায় বিরক্ত করে না...... কিন্তু কেন যেন আজ কাল খুব বিরক্ত হতে ইচ্ছা হয়। তোমার ছোট ছোট আবদার গুলো পালন করতে ইচ্ছা হয়।

 তোমায় তোমার মত করে ভালবাসতে ইচ্ছে হয়।

জানি আজ তুমি আমার নও । কারো সংসার নিজের মত করে গুছিয়ে নিয়েছ । সোনাপাখি  আমি এও জানি তুমি আমায় এখন ও ভালোবাসো । কিন্তু এখন আর তো ফিরে আসবে না । কারন তুমি ওয়াদা করলে তা পালনও করো তাই তো আমায় করা ওয়াদা পালন
করতে তুমি আজ অন্য কারো ঘরের গৃহিণী । হয় তো এখন তুমি ভালোই আছো ।  কারোর বুকে মাথা রেখে চোখের জল ঢেকে রাখো।
তখন বুঝিনি আমি তোমার মর্ম, আর এখন শুধু চোখের জলে লিখে যাই ফিরে এসো............

জানি তুমি আসবে না, তবু এ মন তোমার অপেক্ষায় আছে,

যদি পার এ অভাগাকে মাফ করে দিও............

এভাবেই আমাদের ছোট ছোট ভুলে হারিয়ে ফেলি আমা প্রিয়জনকে ।

জীবনের দিকে আরেকবার ফিরে তাকান....................

আরেকবার ভেবে দেখুন,

যাকে হারাচ্ছেন সে আপনার অনেক আপন কেও তো নয়???

আসেন আর একবার আমরা ভালবাসার হাত বাড়াই ।

ভুলে যাবেন না আজ যাকে কষ্ট দিচ্ছেন কাল তার জন্যই এ মন ব্যাকুল হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big