মোঃ ইমদাদুল ইসলাম বনি ঝিনাইদহ প্রতিনিধি
মুজিববর্ষ উপলক্ষে ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আদমপুর গ্রামে ৩২টি ভূমিহীন পরিবারের জন্য সরকারের অর্থায়নে নির্মাণ করা হচ্ছে বসত ঘর। ৩১ ডিসেম্বর(বৃহস্পতিবার) দুপুরে ভূমিহীনদের জন্য নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাশ্বতী শীল,
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুল ইসলাম,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ মেহেরুন্নেছা,
উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম,
১২নং আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার খাঁন,
আজমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আজমপুর ইউনিয়নের আওয়ামী লীগের সেক্রেটারি মোঃ আকিদুর রহমান,
ঝিনাইদহ জেলা সৈনিক লীগের সদস্য আজিজুর রহমান মন্টু প্রমূখ।
এসময় সকল গৃহহীনদের মাঝে কম্বল বিতরণ করেন মাননীয় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
শীতবস্ত্র পেয়ে খুশী হোয়েছেন গৃহহীনরা
0 মন্তব্যসমূহ