Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

কোভিড- ১৯ মহামারিতে ২০২০ সালে হারিয়েছি যাদের




নাহিদ জামান রূপসা প্রতিনিধি।

আজ ৩১ শে ডিশেম্বর ২০২০
 সাল। আগামীকাল থেকে এই ২০২০ সাল আর কোথাও স্থান পাবে না। জায়গা দক্ষল করবে ২০২১ সাল এসে। ঠিক আজ থেকে ১ বছর আগে ২০১৯ সাল এভাবেই সরে গিয়ে জায়গা করে দিয়েছিল ২০২০ সাল কে।
পৃথীবির নিয়মেই বলে দেয় আমরা পৃথীবিতে কেহ কোথাও স্থায়ী না। সময় শেষ হয়ে গেলে সকল কে যার যার জায়গা ছেড়ে দিয়ে নতুন কে জায়গা করে দিতে হয়। এই আসা/যাওয়ার মধ্য দিয়ে পৃথীবি তার আবহমান গতিতে প্রবাহিত হচ্ছে মহান সৃষ্টি কর্তার ইচ্ছায়।
আমাদের দেখা যতগুলি বছর বিদায় নিয়েছে তার ভেতর এই ২০২০ সাল টি অতিব কষ্টের ও বেদনা দায়ক। এই সাল টি জানুয়ারি মাস থেকে শুরু করে মার্চ মাসের শেষের দিক পযন্ত ভালোই চলছিল হটাৎ করে কোভিট ১৯ মহামারি এসে সব কেমন যেন লন্ডভন্ড করে দিলো। সমস্থ পৃথীবিকে করে দিলো স্তব্ধ। সকল কিছুই লকডাউনের মধ্যে পড়ে গেলো। এর ভেতরই আমরা বাংলাদেশ থেকে হারিয়ে ফেললাম, অনেক সংসদ সদস্য রাজনৈতিক বেক্তিদের, পাশাপাশি অনেক খ্যাতিমান বেক্তির জীবন গেছে অন্য বছরের তুলনায় অনেক বেশি, বিদায়ী বছরে চলে গেছেন শিক্ষক, চিকিৎসক সহ অভিজ্ঞ পেশা জীবিরা। এই কোভিড ১৯ এর প্রভাব ছিলো বছর জুড়ে।  অদৃশ্য এই ভাইরাসের কড়াল গ্রাসে প্রান গেছে দেশের বেশ কয়েকজন বিশিষ্ট জনের মৃত্যু মিছিলে প্রতিদিনই যোগ হচ্ছেন সমাজের গুরুত্বপুর্ন বেক্তিরা।  তাদের তালিকায় রয়েছে জাতীয় অধ্যাপক আনিছুর জামান, শিক্ষাবিদ রাষ্ট বিজ্ঞানি অধ্যাপক এমাজ উদ্দিন আহম্মেদ, খ্যতনামা প্রকৌশলী অধ্যাপক জামিলুর রহমান রেজা চৌধুরি, সাবেক মন্ত্রী পরিষদের সচিব সদাত হোসেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বরাষ্টমন্ত্রী মোঃ নাছিম এবং সাহারা খাতুন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লা, সিলেট সিটির মেয়র বদর উদ্দিন কামরান, বিএনপির বর্ষিয়ান রাজনিতিবিদ সাবেক মন্ত্রী শাহাজান সিরাজ, চৌধুরি কামাল ইবনে ইউসুফ, আনোয়ার কবির তালুকদার, হেফাজাতে ইসলামের আমির আল্লামা আহম্মেদ শফি এবং সহ সভাপতি মাওলানা নুর হোসেন কাছেমী, আইনের বাতিঘর বর্ষীয়ান আইনজীবি সাবেক এটনি জেনারেল ব্যারিষ্টার রফিকুল ইসলাম,  টানা বার বছর এটনি জেনারেল, এডভোকেট মাহাবুবে আলম, ট্রান্সপার্ম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, শিল্প উদ্যক্তা আব্দুল মনিম, যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল, সাবেক সসংদ সদস্য পার্টেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এম এ হাশেম, প্রখ্যাত অভিনেতা আলী জাকের, সাংকৃতিক বেক্তিত্ব কামাল লোহানি, প্লেব্যাক সম্রাট খ্যাত এন্ডু কিশোর, কিং বদন্তি সুর সম্রাট আলাউদ্দিন আলী, সেক্টর কমান্ডার বীর উত্তম সিআর দত্ত, আবু ওসমান চৌধুরি, বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী। এছাড়াও কোভিট-১৯ এর করোনা রোগির চিকিৎসা করতে গিয়ে অনেক চিকিৎসক কে অকালে প্রান হারাতে হয়েছে।  মারা গেছেন কয়েকজন ব্যাংকার। এই করোনার সময় সকলের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপুর্ন্য ভুমিকায় ছিলেন বাংলাদেশ পুলিশ বাহিনী তাদেরকেও জীবন দিতে হয়েছে, এছাড়া ও গনমাধ্যমের বেশ কয়েকজন প্রান দিয়েছেন করোনায় এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল ছৈয়দ, যুগ্ন প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদ।
 যে সকল কৃতিমান বেক্তি আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের কে আর কোন দিন ফিরে পাবো না, তাদের শুন্যতা কাটিয়ে উঠতে বাংলাদেশের অনেক সময় লেগে যাবে তার পরেও বাংলাদেশ প্রকৃতির নিয়মেই চলবে। 
সৃষ্টি কর্তার কাছে একটাই চাওয়া ২০২১ সালে কোভিড -১৯ থেকে  আমাদের বাংলাদেশ সহ পৃথীবির সকল কে আপনি হেফাজত করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big