শেখ নুরইসলাম
২০২০ সালটাকে কিভাবে ভুলে থাকব
উপায় জানা নাই,
অভিশপ্ত স্মৃতিগুলো মন থেকে
ভুলে যেতে চাই।
করোনা এসে দেখিয়ে দিতেছে
মৃত্যু চোখের সামনে,
এসব লোমহর্ষক স্মৃতি বলো
ভুলে থাকি কেমনে।
পড়াশোনা থেকে এত বড় ছুটি
দেখেনি কখনো বিশ্ব,
সারা পৃথিবীর মানুষ বন্দী হয়ে
করোনার কাছে নিশ্ব।
কয়েক লক্ষ মানুষ মরেছে
হেরে গিয়ে করোনার কাছে,
কোটির উপরে মানুষ এখনো
মুক্ত হয়ে আছে বেঁচে।
গরিবের ঘরে খাবার জোটেনা
মধ্যবিত্ত অসহায়,
২০২০ এর কথা মনে পড়লে
মনে লাগে ভয়।
0 মন্তব্যসমূহ