Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

তেলিগাতী মিজান একাডেমিতে হাতেনাতে চোর আটক



নিজস্ব প্রতিবেদক   ঃ  ল্যাবরেটরী স্কুল মোড় সংলগ্ন মিজান একাডেমিতে পর পর ২ টি  সাইকেল চুরির পর এবার ৩য় বার সাইকেল চুরি  করতে এসে  হাতেনাতে আটক হয়েছে ১ চোর  । আটককৃত  চোর মোস্তাফিজুর রহমান রানা খুলনার খালিশপুর আলমনগর এলাকার বাসিন্দা।  মিজান একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও  পরিচালক মোঃ মিজানুর রহমান মিজান বলেন  রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে চোর সাইকেল নিয়ে বের হওয়ার সময়ে আমাদের প্রতিষ্ঠানের সিসি ক্যামেরাতে ধরা পড়ে এ সময়  চোর চোর বলে ধাওয়া দিলে  সে পার্শবর্তী আক্কাস এর চাতালে গিয়ে পালানোর চেষ্টা করে । পরে এলাকাবাসি সেখান থেকে ধরে এনে  চোরকে  ধরে গনধোলাই দিতে থাকে ,  মিজান একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও  পরিচালক মোঃ মিজানুর রহমান মিজান বলেন আমি  পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে চোরকে গ্রেফতার  করে থানায় নিয়ে যায়। তিনি আরো বলেন এর আগে ২০২২ সালের নভেম্বর মাসে ও ২০২৩ সালের জুন মাসে আমার প্রতিষ্ঠান থেকে ২ টি সাইকেল চুরি হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে যায় একই ব্যক্তি আমার প্রতিষ্ঠানে আশপাশে একাধিকবার ঘুরাঘুরি করেছে । উল্লেখ্য কুয়েট , ল্যাবলেটরী মোড় , তেলিগাতি ও এর আশপাশের এলাকাতে দির্ঘদিন ধরে এমন চুরির ঘটনা ঘটলেও চোর ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছিলো। এ বিষয়ে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন বলেন আটককৃত ব্যক্তি একজন পেশাদার চোর তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big