Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ফকিরহাটে আলোর দিশারী মানব সেবা সংগঠনের ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান



সৈয়দ অনুজ, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
"দেশপ্রেম ঐক্য আলোর দিশারীর মানবতার বন্ধন "এই শ্লোগানকে সামনে রেখে আলোর দিশারী মানব সেবা সংগঠন এর সদস্যরা বুকে ধারন করে, আলোর দিশারী মানব সেবা সংগঠনের বাগেরহাট শাখার উদ্যোগে ফকিরহাটে ৫০জন অসহায় পরিবার এর মাঝে পবিত্র রমজানের ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা মো: আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মৃদুল সরদার, হাফেজ মো: আবুল কাশেম, সালাম সরদার, মামুন সরদার ,মো: হুমায়ন সহো অনেকে।
এ সময় কুমিল্লা থেকে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন আলোর দিশারী মানব সেবা সংগঠনের, প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মোয়াজ্জেম হাজী, তিনি বলেন এটা একটা অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান, আমরা সত ব্যস্ততার মাঝে থেকেও, বিন্দু বিন্দু করে, সংগঠন এর সদস্যদের উপার্জন এর কিছু অংশ এক সাথে করে, গরীব দু:খী এবং অসহায় মানুষের মাঝে বিতরন করি, আমি সংগঠনের প্রতিটা সম্মানিত উপদেষ্টা এবং সদস্যদের সবাইকে, এই উদ্যোগকে স্বাগতম জানাই, এবং আগামীতে সব সময়, এক সাথে অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে পারি আমি সবার কাছে সেই দোয়া চাই।
এ সময় আরো ভারচুয়াল যুক্ত ছিলেন ছিলেন আলোর দিশারী মানব সেবা সংগঠন এর সম্মানীত, উপদেষ্টা আলহাজ্ব এম,এ, লতিফ ভুঁইয়া, মুক্তার হোসেন ভুঁইয়া, আসলাম মিয়াজী চেয়ারম্যান, প্যানেল মেয়র নূরুননাহার খন্দকার, মো:সুমন শিকদার, বাবুল মিয়া হাজী, সাইফুল ইসলাম প্রদান,এন জামান এবং সভাপতি, শাহাজালাল খন্দকার, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক কবির আহম্মেদ,রাসেল আহম্মেদ শরিফুল ইসলাম ভুইয়া, ইঞ্জিনিয়ার মাজহারুল ইসলাম রাসেল প্রধান, আশ্রাফুল আলম (সজীব) জাহিদ তালুকদার, রাসেল আহম্মেদ, গোলাম সারোয়ার (সিজন) সাইদুল ইসলাম( রিয়াদ) মহসিন সরকার, হুমায়ুন কবির সরকার, আল-আমিন, নূরনবী,আলমগীর মিয়া, আনিস খান, আরিফুর রহমান ভুঁইয়া, জয়া সরকার, এসবি সুমন শাহানাজ পারভিন, রাজিব তালুকদার, সুলতানা আক্তার,শাখাওয়াত দেওয়ান, মিসু খান, শিমু আক্তার (মিয়াজী), নবির হোসেন, নূর আলম, সহ আরো অনেকে।
আলোর দিশারী মানব সেবা সংগঠন এর বাগেরহাট শাখার সহ-সভাপতি জান্নাত তাসলিমা (রিনি) বলেন,আলোর দিশারী মানব সেবা সংগঠন শুরু থেকেই সব সময় অসহায় মানুষের পাসে থেকে কাজ করে আসছি, আমি মনে করি আমাদের দেখে, যাদের অসহায় মানুষের পাসে ধারানোর সামর্থ্য আছে, ওনারাও উদ্বুদ্ধ হয়ে এরকম সেবামূলক কাজে অংশগ্রহন করবে তাহলে বাগের হাট এর প্রতিটা মানুষ এর মুখে হাসী ফুটাতে পারবো ।
অনুষ্ঠান শেষে সংগঠনটির সহ-সভাপতি জান্নাত তাসলিমার সঞ্চালনায় সবার মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big